ইংরেজী নিয়ে কয়েকটি মজার এবং বিস্ময়কর তথ্য - 1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification - 2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80 - 3. ইংরেজি level,madam ও reviverশব্দকে উল্টো করে পড়লে একই হবে। - 4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে। 5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য। - 6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে। - 7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে। - 8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে। - 9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে। - 10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable । - 11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই। - 12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৪বার vowel আছে। - 13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) । - 14. vowel...
Comments