Posts

Showing posts from February, 2023

নোটিশ

এতদ্বারা শাপলা কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের সকল ছাত্র ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৯/০২/২৩ ইং রোজ রবিবার পবিত্র শবে মেরাজ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। ২০/০২/২৩ ইং রোজ সোমবার বিদ্যালয় খোলা হবে এবং যথারীতি ক্লাস চলবে। বিঃদ্রঃ আবাসিক ও কোচিং রবিবারের রাতে চালু থাকবে। ২০/০২/২৩ ইং রোজ সোমবার সকল ছাত্র-ছাত্রীকে অবশ্যই স্কুল ইউনিফর্ম পরিধান করে আসতে হবে। আদেশক্রমে প্রধান শিক্ষক

নোটিশ

এতদ্বারা শাপলা কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের আবাসিক ও নবম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীর অভিভাবকদের জানানো যাচ্ছে যে, শিক্ষার মানোন্নয়ন যুগ-উপযুগী করার লক্ষ্যে আগামী ১১/০২/২৩ ইং তারিখ রোজ: শনিবার সকাল ১১ টায় একটি জরুরী আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় আপনাদেরকে অবশ্যই উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।                                                                                                                  

শাপলা কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের ভবন

Image
 
Image
 ২০১৭ সালের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের ব্যানার 

#অতি-সাম্প্রতিক ১০০টি প্রশ্ন।

১। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় - ১৭৫২মার্কিন ডলার ২। বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার - ৭.৬৫% ৩। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন হবে? ৪মে, ২০১৮ ৪। বাংলাদেশকে কবে উন্নয়ন শীল দেশের ক্যাটাগরির শর্ত পূরণ করে ? ১৬ মার্চ ,২০১৮। ৫। ডাক বিভাগের অার্থিক লেনদেনের জন্য চালু টাকার নাম কী ? =ডাকটাকা। ৬।দেশের ১ম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় ? =কক্সবাজারে। 7)বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাসস্থান, শিক্ষা সহায়তা ও অন্যান্য ঝুঁকি মোকাবেলায় ১০ মাসের জন্য জাতিসংঘের নেয়া প্ল্যানের নাম কি? #উঃ- জয়েন্ট রেসপন্স প্ল্যান। ৮.শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? =লেবুখালী, পটুয়াখালী ৯।পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষে প্রথম হিন্দু দলিত নারী সিনেটর - =কৃষ্ণা কুমারি কোহলি ১০। পাটের তৈরি পলি ব্যাগ / সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কিরক কে? = ডঃ মুবারক আহমদ খান।।। 11)সম্প্রতি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ই-ডেটাবেজ তৈরির জন্য কী নামে পরিচয়পত্র প্রদান করা হবে? #উঃ- ইউনিক স্মার্টকার্ড ১২। দেশের ১২ তম বা সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি ? = ময়মনসিংহ ১৩। বাংলা সন কত? = ১৪২৫ ১৪। দেশের বর্তমান মুদ্রাস্ফ

পরীক্ষায় ভালো করার ৮টি সহজ উপায়

পরীক্ষা নিয়ে কিছুটা উদ্বেগ বা চিন্তা থাকাটাই স্বাভাবিক। এই চিন্তা বা উদ্বেগই পরীক্ষায় ভালো করার মূল চালিকাশক্তি। পরীক্ষা নিয়ে যার কোনো ভাবনাই নেই তার প্রস্তুতিতে যথেষ্ট ঘাটতি থেকে যায়। পড়ালেখা থাকলেই পরীক্ষা থাকবে। এর থেকে বাঁচার কোন উপায় নেই। আর তাই পরীক্ষায় ভাল ফলাফল সবারই কাম্য। তবে শুধু পড়ালেখা করে পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। এর জন্য কিছু কৌশল বা ‘‘strategy” অনুসরণ করতে হয়। তেমন ৮টি কৌশল নিয়েই আজকের এই লেখা- ৮. পড়াগুলোকে সুবিন্যস্ত করে সাজিয়ে পড়া শুরু করা: পড়া শুরু করতে হবে ইতিবাচক মনোভাব নিয়ে। শুরুতেই মন থেকে পরীক্ষাভীতি ঝেড়ে ফেলতে হবে। পড়াগুলোকে নিজের মতো করে সাজাতে হবে। পরীক্ষার ‍রুটিন অনুযায়ী কোনদিন কি পড়ব তা আগে থেকে ঠিক করে নিতে হবে। এতে পড়তে সুবিধা হয়, পড়া মনে থাকেও বেশি। ৭. পড়ে না দেখে লেখার অভ্যাস করা: আমরা যা পড়ি তা কখনোই পুরোপুরি মনে থাকে না। পরীক্ষার খাতায় হুবহু নির্ভুল লেখা তাই অনেক সময়ই সম্ভব হয়ে উঠে না। কিন্তু পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার অন্যতম ‍শর্ত হচ্ছে নির্ভুল লেখা। পরীক্ষায় নির্ভুল লেখার জন্য পড়ার পরে না দেখে লেখার অ

# Everyday_English

✪ So kind of you! - আপনার দয়া। ✪ Heiya! It is you I see - আরে তুমি যে! ✪ What about you? - তোমার কি খবর? ✪ Next to nothing - বলতে গেলে কিছুই না ✪ I'm at a loss - কি বলব ভেবে পাচ্ছিনা! ✪ I am fond of you - তোমাকে আমার ভালো লাগে ✪ Are you getting me - তুমি কি আমার কথা বুঝতে পারছ ? ✪ The sooner, the Better - যত শিগগির, তত ভাল ✪ Come what may - যাই হোক না কেন ✪ Who else I have? - কে আর আমার আছে? ✪ Why you call me names? - আমাকে গালি দিচ্ছ কেন? ✪ It has been nice having you - আপনাকে পেয়েই ভাল লাগছিল ✪ Can’t you stay a little longer? - আর একটু থাকুন না। ✪ I’ll be glad if you come again. - আপনি যদি আবার আসেন, খুশি হব। ✪ Out of sight, out of mind. - চোখের আড়াল হলে মনের আড়াল হয়। ✪ It looks like I saw you somewhere - তোমাকে যেন কোথায় দেখেছিলাম ✪ I can’t tolerate you anymore. - আমি আর তোমাকে সহ্য করতে পারছি না ✪ Thank you very much indeed - প্রকৃতপক্ষে আপনাকে অনেক ধন্যবাদ। >> লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন
 চলতি বছর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ২০০ নম্বরের পরীক্ষা কমিয়ে নতুন মানবণ্টন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাংলা ও ইংরেজি বিষয়ে ১০০ নম্বর করে পরীক্ষা কমেছে। আর ঐচ্ছিক বিষয় শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়ন হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় গঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসি) সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। সভা শেষে তিনি বলেন, জেএসসিতে এখন ৮৫০ নম্বরের পরিবর্তে ৬৫০ নম্বর এবং জেডিসিতে ১০৫০ নম্বরের পরিবর্তে ৮৫০ নম্বরের পরীক্ষা হবে। শিক্ষার্থীদের ওপর থেকে চাপ কমাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলা ও ইংরেজির বিষয় কমায় ১০০ নম্বরের জন্য সিলেবাস নতুন করে নির্ধারণ করা হয়েছে জানিয়ে সোহরাব হোসেন বলেন, এমন হতে পারে এমসিকিউ এক লাইন লিখতে হবে। সচিব নতুন সিলেবাসের বর্ণনা দেননি। তবে সভা সূত্রে জানা গেছে, ইংরেজি দুইপত্র মিলে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে গ্রামার অংশ থেকে ৩০ নম্বর, আনসিন অংশ ২৫, সিন অংশ ২০ ও রাইটিং অংশ থেকে ৩০ নম্বরের

জ্ঞান মূলক প্রশ্ন

 ১. আধুনিক শিক্ষার জনক ?→সক্রেটিস ২. অর্থনীতির জনক কে ?→এডামস্মিথ ৩. আধুনিক অর্থনীতির জনক কে ?→পল স্যামুয়েলসন ৪. আধুনিক গণতন্ত্রের জনক কে ?→জন লক ৫. আধুনিক জোর্তিবিজ্ঞানের জনক কে ? →কোপার্নিকাস ৬. আধুনিক মনোবিজ্ঞানের জনক কে ? →সিগমুন্ড ফ্রয়েড ৭. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ? →নিকোলো মেকিয়াভেলী ৮. ইংরেজি নাটকের জনক কে? শেক্সপিয়র। ৯. ইতিহাসের জনক কে ? →হেরোডোটাস ১০. ইন্টারনেটের জনক কে ? ভিনটন জি কার্ফ । ১১. WWW এর জনক কে ? উত্তরঃ টিম বার্নাস লি । ১২. ই-মেইল এর জনক কে ? উত্তরঃ রে টমলি সন। ১৩. ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে? উত্তরঃ এলান এমটাজ । ১৪. উদ্ভিদবিজ্ঞানের জনক কে ? →থিওফ্রাস্টাস ১৫. এনাটমির জনক কে ?→আঁদ্রে ভেসালিয়াস ১৭. ক্যালকুলাসের জনক কে? আইজ্যাক নিউটন। ১৮. গণিতশাস্ত্রের জনক কে ?→আর্কিমিডিস ১৯. চিকিত্সাবিজ্ঞানের জনক কে ? →হিপোক্রেটিস ২০. জীবাণুবিদ্যার জনক কে ?→লুই পাস্তুর ২১. জ্যামিতির জনক কে ?→ইউক্লিড ২২. দর্শনশাস্ত্রের জনক কে ?→সক্রেটিস ২৩. প্রাণিবিজ্ঞানের জনক কে ?→এরিস্টটল ২৪. বংশগতি বিদ্যার জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল ২৬. বাংলা উপন্যাসের জনক কে? বঙ্কিম চন্দ্র চট্টোপা

ইংরেজী নিয়ে কয়েকটি মজার এবং বিস্ময়কর তথ্য

 ইংরেজী নিয়ে কয়েকটি মজার এবং বিস্ময়কর তথ্য - 1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification - 2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80 - 3. ইংরেজি level,madam ও reviverশব্দকে উল্টো করে পড়লে একই হবে। - 4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে। 5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য। - 6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে। - 7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে। - 8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে। - 9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে। - 10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable । - 11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই। - 12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৪বার vowel আছে। - 13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) । - 14. vowel বিহ

১০০টি শর্ট ইংরেজি

 ১০০টি ইংরেজি শর্ট ডায়ালগ, কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয় ✪ Definitely – অবশ্যই ✪ Let it pass - ছেড়ে দিন। ✪ Obviously – স্পষ্টত, সম্ভবত ✪ I’m off - আমি গেলাম। ✪ As if - যেন, কি যে হতো ✪ My goodness! - একি! ✪ How come - কি ব্যাপার? ✪ Damn it! - চুলায় যাক! ✪ What a surprise!- হটাৎ যে! ✪ Go to the devil! – গোল্লায় যাক! ✪ What about you? – তোমার খবর কি? ✪ What’s up - কি খবর? ✪ Carry on - চালিয়ে যাও ✪ Wow - বাহ, দারুন তো ✪ What a mess! - কি এক ঝামেলা! ✪ Oh shit - ধ্যাত্তেরি ✪ Yes, go on - হ্যা, বলতে থাক ✪ Oh dear! - বলো কী! ✪ Hi guys - হ্যালো বন্ধুরা ✪ Good job! – সাবাশ! ✪ So what? – তাতে কি? ✪ Oh, no! - এ হতে পারেনা! ✪ Pay attention! - মনোযোগ দিন! ✪ It’s your turn - এবার তোমার পালা ✪ I'm at a loss - কি বলব ভেবে পাচ্ছিনা! ✪ Heiya! It is you I see - আরে তুমি যে! ✪ Oh! come on - আহ! একটু বুঝতে চেষ্টা করো ✪ so so - মোটামোটি ✪ So be it - তবে তাই হোক ✪ Who cares! – কার কি যায় আসে! ✪ Excuse me - এই যে শুনুন ✪ Not a bit - একটুও না ✪ That’s fantastic - এটা সত্যি চমৎকার ✪ Next to nothing - বলতে গ